Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় ‘আইএসপি ইউনাইটেড’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৯:৫২ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:১৮

আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এবারের আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’। বিভাগ ও জেলা সাব কমিটি গঠন, আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন ও বিশেষ সার্ভিস ডেস্ক চালুসহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাঠে লড়ছে প্যানেলটির নেতারা। এরই মধ্যে প্যানেলটি তাদের নির্বাচনি প্রতিশ্রুতি প্রকাশ করেছে।

প্রসঙ্গত, দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্যে মোট ২৬৩ ও সহযোগী সদস্যদের মধ্যে ৫৯৯ জন ভোটার রয়েছেন। আর ‘আইএসপি ইউনাইটেড’ সাধারণ সদস্য ক্যাটাগরি প্যানেল।

বিজ্ঞাপন

প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম (মোহাম্মদ আমিনুল হাকিম)। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমনি হিসেবে রয়েছেন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

নির্বাচনকে সামনে রেখে সাধারণ সদস্য ক্যাটাগরিতে একক ও পূর্ণাঙ্গ এই প্যানেলগুলোর প্রতিশ্রুতিগুলো হল-

১. আইএসপি অধিকার সংরক্ষণ ও ন্যায্য নিয়ন্ত্রক নীতিমালা নিশ্চিতকরণ আইএসপিদের স্বার্থরক্ষা ও সমন্বিত নীতিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা।

২. বিভাগ ও জেলা সাব-কমিটি গঠন এবং বিকেন্দ্রীকৃত পরিচালনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আর্থিকভাবে স্বাধীন এবং আইনি নীতিমালার আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে সাব-কমিটি পরিচালনা।

বিজ্ঞাপন

৩. বাংলাদেশকে গ্লোবাল ডেটা সেন্টার হাবে রূপান্তরের উদ্যোগ গ্লোবাল সিডিএন কোম্পানিগুলোকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে উৎসাহিত করা।

৪. অবৈধ আইএসপি ও দখলদারিত্ব প্রতিরোধে লিগ্যাল সাপোর্ট সেল গঠন আইনগত সহায়তার মাধ্যমে আইএসপি খাতের নিরাপত্তা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা।

৫. বিশ্বমানের ডিজিটাল ইভেন্ট আয়োজন আন্তর্জাতিক মানের প্রদর্শনী, সম্মেলন ও সেমিনার আয়োজন করে বাংলাদেশের আইএসপি খাতের অগ্রগতি তুলে ধরা।

৬. ডেডিকেটেড মেম্বার সার্ভিস ডেস্ক স্থাপন সদস্যদের সার্বক্ষণিক সহায়তার জন্য আইএসপিএবি এর এর অভ্যন্তরে একটি বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা।

৭. নতুন নতুন আইপি বেইসড ব্যবসার ক্ষেত্র উন্মোচন করা যেমন আইপি টিভি/ওটিটি, হোম অটোমেশন, কলিং অ্যাপ, প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমসহ এআই প্রযুক্তি নির্ভর সাইবার সিকিউরিটি মোকাবেলা করার সামর্থ্য অর্জন করা।

৮. আইপিভি৬ ডিপ্লয়ম্যান্ট বাস্তবায়নে সদস্যদের জন্য টেকনিক্যাল সাপোর্ট টিম গঠনের মাধ্যমে সহায়তা প্রদান।

৯. ধানমন্ডি একটিভ শেয়ারিং প্রকল্পের সফলতার ভিত্তিতে লাস্ট মাইল ফাইভার ক্যাবল শেয়ারিং দেশের অন্যান্য এলাকায় বাস্তবায়ন।

১০. ইন্টারনেট সার্ভিসকে আইটি এনাবল্ড সার্ভিস (আইটিইএস) হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে জোরালো প্রচেষ্টা।

১১. টেকসই ব্যবসায়িক উন্নয়নের জন্য ন্যায্য মূল্যে এনটিটিএন এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ট্রান্সমিশন সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করা।

১২. সদস্য কোম্পানির কর্মকর্তা- কর্মচারীদের জন্য জীবন বীমা সুবিধা চালুর মাধ্যমে নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ গঠনের উদ্যোগ গ্রহন। ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য প্রণোদনা তহবিল থেকে মাত্র ৭% সুদে, ইইএফ (ইক্যুইটি এন্ড অন্টাপ্ল্যানারশীপ ফান্ড) থেকে মাত্র ৫% সুদে এবং সহজ শর্তে জামানতবিহীন ব্যাংক লোনের জন্য পূর্ণ সহায়তা প্রদান করা হবে।

১৩. ডুয়েল কারেন্সি কর্পোরেট ক্রেডিট কার্ড সুবিধা চালু করা। আইএসপিএব-এর সকল সদস্যদের জন্য এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা চালু করা হবে, যা ব্যবসায়িক লেনদেনসহ ব্যক্তিগত ব্যবহারের জন্যও উপযোগী হবে।

১৪. আইএসপি ইউনাইটেড নেতৃত্বের নতুন প্রজন্ম তৈরি করতে আগ্রহী এবং এ বিষয়ে আস্থা রাখি। এই লক্ষ্যে এসোসিয়েশনে প্রতি ২ মেয়াদে নির্বাচিত প্রতিনিধিগণ ১ মেয়াদের জন্য নির্বাচন অংশগ্রহণে বিরত থাকার প্রস্তাবনা ও এ ব্যাপারে প্রয়োজনীয় সংশোধনের কাজ করা।

আরও পড়ুন:

প্রসঙ্গত, ‘আইএসপি ইউনাইটেড’ নামের এই প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবির সাবেক সভাপতি ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম। সেখানে নয় জনের কেন্দ্রে রয়েছেন আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। এ ছাড়াও, ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন- বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা.) লিমিটেড। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয় পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে লড়বেন ১০ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ নয় সদস্য নিয়ে ‘আইএসপি ইউনাইটেড’ নামের প্যানেল গঠিত হলেও বাকি পাঁচ জন নিয়ে অপর কোনো প্যানেল গঠিত হওয়ার তথ্য সেভাবে পাওয়া যায়নি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অধিকার আইএসপি ইউনাইটেড আইসিসি কমিউনিকেশন আম্বার আইটি এম এ হাকিম টপ নিউজ ন্যায্য সাইফুল ইসলাম সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর