বিজিএমইএ’র নির্বাচনে ফোরামের প্রার্থী যারা
৬ মে ২০২৫ ২০:১৪ | আপডেট: ৬ মে ২০২৫ ২০:২১
ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে আসন্ন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম। বিজিএমইএ ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণকারী ফোরাম প্যানেল এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে অভিজ্ঞ, আধুনিক এবং দূরদর্শী ৩৫ জন প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ মে) ফোরামের নেতারা এ তথ্য জানিয়েছেন।
ফোরাম জানায়, তারা বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এই নির্বাচনে ফোরাম প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল, আকার এবং ধরনের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, যারা রফতানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ এবং নীতি সংস্কারে নিজেদের প্রমাণ করেছেন।
ফোরমের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন— রাইজিং ফ্যাশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু), এ. টি. এস. অ্যাপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, আদিবা অ্যাপারেলস এর পরিচালনা অংশীদার কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দোজা চৌধুরী, অনন্ত গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান (বাবলু), এপিএস নিট কম্পোজিট লিমিটেড এর চেয়ারম্যান মো. হাসিব উদ্দিন, বাংলা পোশাক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, দেশ গার্মেন্টস লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান ও দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল গ্রুপ) এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম (ফিরোজ)।
ঢাকা অঞ্চলের আরও প্রার্থীর মধ্যে রয়েছেন— ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড (ইভিন্স গ্রুপ) এর পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিজানুর রহমান, গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কমার আলম, হান্নান ফ্যাশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড এর পরিচালক নাফিস উদ দৌলা, যমুনা ডেনিমস লিমিটেড এর ডিরেক্টর মিসেস সুমাইয়া ইসলাম, লাকী স্টার অ্যাপারেলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান, মাইশা ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কম্পোজিট নিট গার্মেন্টস) এর পরিচালক ফাহিমা আক্তার, মুন রেডিওয়্যারস লিমিটেড (সেতারা গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা, নেকসাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, রুমানা ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ, শাইনেস্ট অ্যাপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামিহা আজিম, সফটেক্স কটন (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. রেজোয়ান সেলিম ও সুরমা গার্মেন্টস লিমিটেড এর পরিচালক ফয়সাল সামাদ।
এই প্যানলের চট্টগ্রামের প্রার্থীরা হলেন— কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, এলার্ট ফ্যাশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী, ক্লিফটন অ্যাপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী, ফ্যাশন ওয়াচ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, এইচকে-টিজি গার্মেন্টস লিমিটেড এর চেয়ারম্যান এনামুল আজিজ চৌধুরী, কাট্টালী টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরী, লয়েলটেক্স লিমিটেড এর পরিচালক মীর্জা মো. আকবর আলী চৌধুরী ও দি নীড অ্যাপারেলস (প্রা.) লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ।
এদিকে, এবারের নির্বাচন বিজিএমইএ’র নিজস্ব ভবনে অনুষ্ঠিত না হয়ে ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। ২৮ মে অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কেন্দ্রিক দুই জোট ফোরাম ও সম্মিলিত পরিষদের নেতারা।
এরিমধ্যে দুই প্যানেলেরই দলনেতা ঘেষণা করা হয়েছে। নির্বাচনে ফোরামের দলনেতা রাইজিং ফ্যাশনস’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এর আগে তিনি বিজিএমইএ’র সহ-সভাপতি ও পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিটিএমএ ও বিকেএমইএ’র। আর সম্মিলিত পরিষদে এবার নেতৃত্ব দিচ্ছেন চৈতি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। তিনি ২০১২-১৩ সালে বিজিএমইএর পরিচালক ছিলেন। তাছাড়া, বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদকও।
সারাবাংলা/ইএইচটি/এইচআই
নির্বাচন পোশাক শিল্প ফোরাম প্রার্থী বিজিএমইএ মাহমুদ হাসান খান বাবু