টাঙ্গাইলে ৩ মাদক কারবারির কারাদণ্ড
৬ মে ২০২৫ ২০:০৮ | আপডেট: ৬ মে ২০২৫ ২০:১৯
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দেন। এর আগে সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার ফলদার মাইজবাড়ী এলাকা তাদের আটক করা হয়।
তারা হলেন— উপজেলা পৌর শহরের বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) ও একই এলাকার খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। মাদক কেনা-বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এরপর তিন মাদক কারবারিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযান ওই তিন মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর