রাজধানীসহ দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ইটভাটা ধ্বংস
৬ মে ২০২৫ ২০:২৩ | আপডেট: ৬ মে ২০২৫ ২৩:৩২
বায়ুদূষণ প্রতিরোধে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় – ছবি: সংগৃহীত
ঢাকা: বায়ুদূষণের বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ মে) এসব অভিযান পরিচালনা করা হয় বলে মন্ত্রণালয় জানায়।
মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল-এর নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
একই দিনে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপারশপসহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।
এছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় ৪টি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়।
বায়ুদূষণের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ মন্ত্রণালয় জানায়।
সারাবাংলা/এনএল/আরএস