Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২১:১৮

ওয়েল্ডিংয়ের ফুলকি। ছবি সংগৃহীত

যশোর: যশোরে ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্নিকাণ্ডে বড়বাজারের ফেন্সি মার্কেটের সুতোর দোকানসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত সুতার দোকান শফি অ্যান্ড সন্সের মালিক সানোয়ার হোসেন জানান, পাশের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। সেখান থেকে ফুলকি এসে দোকানের সুতোর বান্ডিলে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে তিনটি দোকান পুড়ে যায়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের সঙ্গে কথা বলেন, দোকানে অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার রাখার পরামর্শ দেন।

সারাবাংলা/এসআর

অগ্নিকাণ্ড ওয়েল্ডিংয়ের ফুলকি দোকান পুড়ে ছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর