Sunday 22 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৫ ২১:৫১ | আপডেট: ৬ মে ২০২৫ ২৩:৩২

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সোম

বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছিলেন একদিন আগেই। বাংলাদেশ জাতীয় দলের খেলার জন্য ফিফার কাছে অনুমতি চাওয়া কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। আজ বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন সামিত। দেশের হয়ে মাঠে নামতে আর তাই বাধা থাকল না এই কানাডিয়ান ফুটবলারের।

হামজা চৌধুরীর মতো সামিতও প্রথমে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে গেছে সামিতের ই-পাসপোর্ট। পাসপোর্ট তৈরি হওয়ার পর সামিতের সব কাগজপত্র ফিফায় জমা দিয়েছিল বাফুফে।

গতবার এই অনুমতি পেতে হামজার লেগেছিল প্রায় তিন মাস। তবে ২৭ বছর বয়সী সামিত যেহেতু কানাডা জাতীয় দলের কোনো পর্যায়েই অফিশিয়াল ম্যাচ খেলেননি, তাই তার ছাড়পত্র আসতে খুব বেশি সময় লাগবে না বলেই ধারণা করা হচ্ছিল।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত খুব দ্রুতই ফিফার অনুমতি পেয়ে গেছেন সামিত। আগামী ১০ জুন এশিয়ান বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হবে সামিতের।

সারাবাংলা/এফএম

ফিফা বাফুফে বাংলাদেশ ফুটবল সামিত সোম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর