Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের ইমামকে মারধর, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২১:৫৪

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনার জের ধরে মো. নোমান সিদ্দিক (৩৫) নামে এক মসজিদের ইমামকে মারধর করায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) রাত ৮ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম। এর আগে দুপুরে মসজিদের ইমাম মো. নোমান সিদ্দিক থানায় মামলা করেন। সকালে সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদ সামনে মারধরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) ও একই ৬নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে মো.ওবায়দুল্লাহ (৫৮)।

ভুক্তভোগী ইমাম মো. নোমান সিদ্দিক মধ্যপাড়া জামে মসজিদের ইমাম।

ভুক্তভোগী জানায়, গেল বছরের ২৬ জুলাই সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন মাওলানা নোমান সিদ্দিক । কয়েক মাস ধরে মসজিদ কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে গত ৫মে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টর
অন্য ইমাম নিয়োগ দিবে বলে এবং আমাকে চাকরি ছাড়ার চাপ দেন। ১৫ মে এর মধ্যে মসজিদ ত্যাগ করার জন্য হুমকি দেয়। এর কারণ জানতে চাইলে আমাকে গালমন্দ করেন। এরপর আমি নিজেই শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সাধারণ মুসল্লী, মসজিদের আহ্বায়ক কমিটিসহ স্থানীয় লোকজনকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানাই। যে কারণে নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, ও মো.ওবায়দুল্লাহ আমাকে হেনেস্তা করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি মারধর করে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়টি জানতে মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টরের মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

ইমামকে মারধর গ্রেফতার নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর