Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২২:৪০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু করা হবে। মঙ্গলবার (৬ মে) বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কৃষি কর্মকর্তা, আম বাগান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক সভায় জানান, ১৫ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী জাতের, ২৮ জুন থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে। এর আগে কোনো অবস্থায় বানিজ্যিকভাবে অপরিপক্ক আম, গাছ থেকে সংগ্রহ করা যাবেনা। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবেনা। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলা ব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেওয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ষ আম পাড়তে পারবেন না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এসব বাগান থেকে চলতি মৌসুমে ৭ হাজার আম চাষি ৩৪ হাজার ৫০০ মেট্রিকটন আম উৎপাদনের প্রত্যাশা করছেন।

সারাবাংলা/এসআর

আম আম সংগ্রহ আম সংগ্রহ সূচি চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর