কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরগঞ্জে যুবক গ্রেফতার
৬ মে ২০২৫ ২২:৪৮ | আপডেট: ৬ মে ২০২৫ ২২:৫০
নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম আজাদ ওরফে বাবুল (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বাবুল উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোম্বামীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল বিকেলে অভিযুক্ত বাবুল এক কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরিবারকে ঘটনাটি জানায়। এরপর অভিযুক্ত পালিয়ে গেলে ভুক্তভোগীর বাবা কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব প্রযুক্তির সহায়তায় বাবুলের অবস্থান শনাক্ত করে সোমবার (৫ মে) গভীর রাতে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা গ্রহণের পর র্যাব অভিযানে নামলে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।’
সারাবাংলা/পিটিএম