পঞ্চগড়ে বিএনপির উপজেলা সম্মেলনের তফসিল অবৈধ ঘোষণা চেয়ে আদালতে মামলা
৬ মে ২০২৫ ২৩:৩৫ | আপডেট: ৬ মে ২০২৫ ২৩:৩৬
পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির সম্মেলনের তফসিল ঘোষণা অবৈধ, বেআইনি যোগসাজশ, তঞ্চকতা, পক্ষপাতমূলক, দলের গঠনতন্ত্রের পরিপন্থি দাবি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ময়নুল হোসেন বাদী হয়ে আটোয়ারী আমলী আদালতে মামলা দায়ের করেন। পরে বিচারক ও সহকারী জজ কল্যাণ রায় মামলাটিতে সমন জারির আদেশ দেন।
এই মামলায় উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জিন্নারুল হক, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফজলে আলম, জেলা বিএনপির আহ্বায়ক. মো. জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সদস্য সচিব কুদরত-ই-খুদাকে আসামি করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তফসিল গত ৪ মে ঘোষণা করা হয়। এতে ১০ মে সম্মেলনের দিন ধার্য করা হয়। একইসঙ্গে বলা হয়, ৫ নম্বর বলরামপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত থাকার কারণে আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়নের কাউন্সিলররা ভোট দিবেন। তবে ৫ নম্বর বলরামপুর ইউনিয়ন কমিটি ব্যতিত আগামী ১০ মে এর নির্বাচনি তফসিল ঘোষণা অবৈধ, বেআইনি যোগসাজশ, তঞ্চকতা মূলক, পক্ষপাতমূলক, দলের গঠনতন্ত্রের পরিপন্থি।
আরও জানা যায়, পঞ্চগড় জেলা বিএনপির কমিটির আহ্বায়ক জাহিরুল ইসলা কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সম্পূর্ণ যোগসাজশে দলের গঠনতন্ত্রের নিয়ম নীতি আইন তোয়াক্কা না করে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের অধিনস্থ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি করার উদ্দেশ্যে ১০ মে দ্বি-বার্ষিক নির্বাচনি তফসিলে ৫ নম্বর বলরামপুর কমিটিকে ভোট দিতে বাঁধা দেওয়া হয়। এই তফসিল ঘোষণা সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্রের পরিপন্থী ও সাংঘর্ষিক।
দলের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ইউনিয়ন কমিটি অনুমোদন করবেন উপজেলা নির্বাহী কমিটি। সে হিসেবে বলরামপুর ইউনিয়নের নির্বাহী কমিটিতে আটোয়ারী উপজেলার আহ্বায়ক এবং সদস্য সচিব গত ২৯ এপ্রিল ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন এবং একইভাবে উপজেলার আরও ৫টি ইউনিয়ন নির্বাহী কমিটিকে উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব অনুমোদন দেন। বলরামপুর ইউনিয়ন কমিটি কোনদিনও স্থগিত ছিল না তার প্রমাণ উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব গত ৪ মে দলীয় প্যাডে আটোয়ারী উপজেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বরাবরে বলরামপুর ইউনিয়নের অনুমোদিত কমিটির সদস্যদের সম্মেলনে ভোটার হিসাবে অর্ন্তভূক্ত করার লিখিত আবেদন পাঠান।
এজহার থেকে আরও জানা যায়, বলরামপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলররা ভোটে অংশ নিতে না পারলে এবং তাদের ব্যতিরেকে কমিটি গঠন করা হলে বাদীপক্ষের অপূরণীয় ক্ষতির কারণ হবে। যে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
আটোয়ারী উপজেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মো. জিন্নারুল হক বলেন, মামলার বিষয়ে জেনেছি এবং আমার সহকারী নির্বাচন কমিশনার আমরা জেলা বিএনপির কাছে জানতে পেরেছি, বলরামপুর ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ঝামলা আছে। একারণে তাদের বাদ দিয়ে আমরা তফসিল ঘোষণা করেছি। জেলা বিএনপির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার বাদী পক্ষের আইনজীবী জাফর ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার শুনানীর পরবর্তী দিন ৩০ জুন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, আটোয়ারী উপজেলা বিএনপির সম্মেলন তফসিল আগামী ১০ মে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/এইচআই