Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ


৭ মে ২০২৫ ০২:৫৮

প্রতীকী ছবি

কুমিল্লা: জেলার দেবিদ্বার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় পাওনাদার সফিউল্লাহকে (৪৫) শাবল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের ভানী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিনের ছেলে সফিউল্লাহ (৪৫) ওয়ার্কসপ মালিক। পার্শ্ববর্তী আন্দিরপাড় গ্রামের রাসেলের (৩২) কাছে দীর্ঘদিন ধরে টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলেই রাসেল সফিউল্লার সঙ্গে ঝগড়া বিবাদ করতো।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সফিউল্লাহ রাসেলের কাছে তার পাওনা টাকা চাইলে রাসেল উত্তেজিত হয়ে পাশে থাকা শাবল দিয়ে সফিউল্লাহকে এলোপাতাড়ি পিটিয়ে মেরে ফেলে। পরে দেবিদ্বার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা শুনেছি পাওনা টাকার বিরোধের জেরে রাসেল সফিউল্লাহকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

ওসি জানান, আসামি রাসেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

টপ নিউজ পাওনা টাকা পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর