ভারতের হামলা যুদ্ধ ঘোষণার পদক্ষেপ: পাকিস্তানের প্রধানমন্ত্রী
৭ মে ২০২৫ ১০:৫১ | আপডেট: ৭ মে ২০২৫ ১৩:২৯
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধ ঘোষণার পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতের এই আগ্রাসনের জবাবে পাকিস্তান উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে এবং সেই জবাব দেওয়া হবে।’
ভারতের দাবি অনুযায়ী, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যার জেরে অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। পাকিস্তান বলছে, হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়,
‘পাকিস্তান ভারতের জবাব পেয়েছে, এবং উপযুক্ত জবাব দিবে।’
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘গত মাসে ভারতীয় কাশ্মীরেপর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় পাকিস্তান মদত দিয়েছিল, যেখানে ২৬ জন নিহত হন। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দায়ীদের শাস্তি দেব, এবং সেই লক্ষ্যেই অভিযান পরিচালিত হয়েছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ বলেন, ‘ভারতের চাপিয়ে দেওয়া এই যুদ্ধতুল্য পদক্ষেপের শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী ও জনগণ শত্রুর মোকাবিলা করতে জানে। আমরা আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সম্মান রক্ষায় কখনোই পিছপা হব না।’
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলা অত্যন্ত লক্ষ্যনির্দিষ্ট, সংযত এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। ভারত লক্ষ্য বাছাই এবং বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে।’
সারাবাংলা/এনজে