ঢাকা: জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
অন্য দুই আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
এর আগে, ৬ মার্চ এই তিন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়।