Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় গান বাংলার তাপস গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৩:০৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৫:৫৯

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় তাদের ওপর গুলি চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হন জব্বার। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরএম/আরএস

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেফতার হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর