Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসচাপায় যুবক নিহত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৩:০৫

ঘটনাস্থল।

নীলফামারী: জেলার ডোমার উপজেলায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসচাপায় দিলিপ রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিলিপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, ‘সকালে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

মহাসড়কে খড় শুকাতে গিয়ে নিহত মাইক্রোবাসচাপায় যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর