Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ছুরিকাঘাতে নারী নিহত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৩:১৪ | আপডেট: ৭ মে ২০২৫ ১৩:১৭

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে দূর্বৃত্তের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৬৪) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, গভীর রাতে চুরি করতে এসে অজ্ঞাত চোর তাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

বুধবার (৭ মে) ভোরে খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির আব্দুল মতিনের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম ওই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তার ছেলে তারেক তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। তারেকের বাবার মৃত্যুর পর বাড়িতে তারেক ও তার মা থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (৬ মে) রাতে তারেক বাজার থেকে আসার পর খাওয়া-দাওয়া শেষে দুইজন দুই রুমে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে নামাজ পড়ার জন্য ওযু করতে উঠেন তাহেরা বেগম।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের ঘরের ক্রিসেন্ট রুমের এডজাস্টমেন্ট ফ্যানটি খোলা রয়েছে। তাদের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে ওই ফ্যানটি খুলে ঘরে প্রবেশ করে এবং তাহেরা তাকে দেখে ফেলার কারণে তাহেরাকে ছুরিকাঘাত করে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় ছেলে তারেকের রুমের দরজায় গিয়ে চিৎকার করলে তারেক বের হয়ে বাড়ির লোকজনের সহযোগিতায় তাহেরাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাদের ঘর থেকে কোন মালামাল হারায়নি।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘তাদের ধারণা, চুরি করতে আসা অজ্ঞাত চোরকে দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ছুরিকাঘাতে নারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর