খাল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
৭ মে ২০২৫ ১৩:২৫
পটুয়াখালী: জেলার কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জীন খালে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা খালের পাশে ময়লা ফেলতে গেলে তারা নারীর মরদেহটি পানিতে ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে কলাপাড়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
মরদেহটি প্রায় ৩৫ বছর বয়সী এক নারীর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে, খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকায় কেউ হয়তো পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সেটির উৎস খুঁজতে গিয়েই এর সন্ধান মেলে।
কলাপাড়া থানার অফিসার (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে এই নারী, কীভাবে বা কেন তাকে হত্যা করা হলো—তা ঘিরে রহস্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
সারাবাংলা/এসডব্লিউ