Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত-পাকিস্তানের পালটাপালটি হামলা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ৭ মে ২০২৫ ১৭:৪২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: ভারত ও পাকিস্তানের পালটাপালটি হামলা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির লেখেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে হামলা, পালটা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।

তিনি লেখেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।

আরও পড়ুন- কাশ্মীরে পাকিস্তানের পালটা হামলায় নিহত ১০

সারাবাংলা/জিএস/ইআ

আমির ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর