মোট ব্যয় হবে ৩৭৫৬ কোটি টাকা
একনেকে ৩ নতুন ও ৬ সংশোধিত প্রকল্প অনুমোদন
৭ মে ২০২৫ ১৫:৪০ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:১৯
ঢাকা: তিনটি নতুন প্রকল্প এবং পূর্বে অনুমোদিত ৬টি প্রকল্পের ব্যয় বাড়ার সংশোধিত প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ হচ্ছে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বাস্তবায়নকারীর সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ হচ্ছে ১৪৫ কোটি ৬ লাখ টাকা এবং অবশিষ্ট ৮৯৫ কোটি ১২ লাখ টাকা হচ্ছে বৈদেশিক ঋণ।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত নতুন তিনটি প্রকল্প হচ্ছে- ‘ইউনিসেফের অনুদানভিত্তিক ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইন্সট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’। এতে ব্যয় হবে ১৭০ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে ইউনিসেফের অনুদানের পরিমাণ হচ্ছে ১৩০ কোটি ৩৪ লাখ টাকা এবং অবশিষ্ট ৩৯ কোটি ৯৯ লাখ টাকা দেবে সরকার।
দ্বিতীয় নতুন প্রকল্পটি হচ্ছে- ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমারজেন্সী প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং) (ডিডিএম অংশ)’। বিশ্বব্যাংকের অর্থায়নে এতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা এবং অবশিষ্ট ৫ কোটি ৮০ লাখ টাকা দেবে সরকার।
তৃতীয় নতুন প্রকল্পটি হচ্ছে- ‘খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প’। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ৮২ লাখ টাকা।
সারাবাংলা/আরএস