Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৬:১৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৭:৪১

রেজাউল করিম মল্লিক।

ঢাকা: ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক। তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো।

এর আগে, ১৩ মার্চ সুর্নিদিষ্ট কোনো কারণ ছাড়া ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদর দফতরের সংযুক্ত করে রাখা হয়েছিল।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন।

এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন তিনি। পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে পদায়ন করে রাখা হয়েছিল।

সারাবাংলা/ইউজে/ইআ

ডিআইজি রেজাউল করিম মল্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর