কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুঠিবাড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন
৭ মে ২০২৫ ১৬:৪৩
কুষ্টিয়া: আগামীকাল (৮ মে) ২৫ শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংগীত ও নাটক প্রদর্শনী। এরিমধ্যে কুঠিবাড়ি চত্ত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান সারাবাংলাকে বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সারাবাংলা/এইচআই
কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ কুঠিবাড়ি জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুর