Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুঠিবাড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৬:৪৩

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি

কুষ্টিয়া: আগামীকাল (৮ মে) ২৫ শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংগীত ও নাটক প্রদর্শনী। এরিমধ্যে কুঠিবাড়ি চত্ত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান সারাবাংলাকে বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী জাতীয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ কুঠিবাড়ি জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর