অভিনেতা সিদ্দিক কারাগারে
৭ মে ২০২৫ ১৬:৫০ | আপডেট: ৭ মে ২০২৫ ২৩:০৫
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে এদিন সিদ্দিককে আদালতে হাজির করা হয়। পরে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।
এর আগে, ৩০ এপ্রিল তাকে একই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় সিদ্দিককে আটক করেন কিছু যুবক। পরে রমনা থানা থেকে গুলশান থানায় তাকে হস্তান্তর করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় তাদের ওপর গুলি চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হন জব্বার। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী।
সারাবাংলা/আরএম/ইআ