গণঅভ্যুত্থানে শহিদ সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি
৭ মে ২০২৫ ১৭:২০
রাজবাড়ী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সাগর আহমেদের (২১) মরদেহ উত্তোলনে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী আপত্তি জানিয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১ টায় আদালতের নির্দেশে বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হাকিম শিপনের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য কবরস্থান থেকে সাগরের মরদেহ উত্তোলন করতে যায় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের একটি টিম।
সরেজমিনে দেখা যায়, ম্যাজিস্ট্রেট সাগরের কবরের সামনে গেলে কবরস্থানে ছুটে যান সাগরের বাবা মো. তোফাজ্জল, মা গোলাপী বেগম, চাচাতো ভাই সাইফুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা। সাগরের বাবা ও পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসীর আপত্তিতে ধর্মীয় অনুভূতি বিবেচনায় মরদেহ কবরস্থান থেকে তোলা হয়নি। পরে পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সাগরের বাবাকে বলা হয়েছে একটি লিখিত আবেদন দেওয়ার জন্য। শহিদের পরিবার যেহেতু চাননি সে তোমরা মরদেহ উত্তোলনে যাইনি। আমরা বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করব।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক(এসআই) রাশেদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর ১০ গোল চত্ত্বরে সাগর নিহত হন। তাকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিলটাকাপোড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে এ ঘটনায় মিরপুর মডেল থানা একটি হত্যা মামলা দায়ের হয়। আমি কোর্টে আদেশ মোতাবেক মরদেহ ময়নাতদন্তের জন্য এখানে আসি। কিন্তু পরিবারের আপত্তিতে আমরা মরদেহ উত্তোলন করেনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সাগরের চাচাতো ভাই মো, সাইফুল ইসলাম বাদী হয়ে ৪৮৬ জনকে এজাহার নামীয় আসামি করে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত ৩০ জনের মতন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে সাগরের বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলেকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমার ছেলের মরদেহ কবর থেকে তুলতে হলে আগে আমাকে কবরে শুইয়ে তারপর তুলতে হবে।
মামলার বাদী সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, সাগরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এটা সারাদেশের মানুষ জানে। এ জন্য তার মরদেহ ময়নাতদন্তের প্রয়োজন আছে বলে মনে করি না। তাই আমরা মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়েছি।
সারাবাংলা/এইচআই