Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:৩১

ঢাকা: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধব করা হচ্ছে। এরইমধ্যে এ বছর ১৬ লাখের বেশী করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশী করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রেখেছে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

সারাবাংলা/ইএইচটি/এমপি

অনলাইনে আয়কর রিটার্ন আয়কর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর