৬১ আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন বিবেচনায় নেবে ইসি
৭ মে ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:৩০
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করবো।
বুধবার (৭ মে) বিকেলে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আখতার আহমেদ বলেন, আমাদের কাছে ৬১টি আসন থেকে ৪০৫টি আবেদন জমা পড়েছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেবো। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানাও পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে।
ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেবো না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।
তিনি বলেন, আমরা আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিলাম। গতকাল উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেই গেজেট পেলেই আমরা কাজ শুরু করবো। এক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণে আইনে যে সকল পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে।
ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, গত ৫ মে নিবন্ধনের শেষ সময় ছিল। সর্বশেষ তথ্য পেলে জানাতে পারবো।
ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে ইসিতে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের পূর্বের সীমানায় ফিরে যেতে চান।
সারাবাংলা/এনএল/এইচআই