Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৮:৪৫

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫।

বুধবার (৭ মে) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উদ্যোক্তারা।

জাতীয় কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করছে ভি-টিউটর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আয়োজকরা জানান, ভি-টিউটর হলো সার্টিপোর্ট এর অনুমোদিত বাংলাদেশের অথরাইজড পার্টনার, যারা বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে। ১৩ থেকে ২২ বছর বয়সী বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট অব পার্টিসিপেশন ও শীর্ষ স্কোরকারীরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণের।

এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও এমওএস সার্টিফাইড প্রফেশনাল হবার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকলে সুযোগ পাবেন মাইক্রোসফট এর অফিসিয়াল সার্টিফিকেশন অর্জন এর এবং সকল ন্যাশনাল চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র এমডিপির চেয়ারম্যান ড. রিদওয়ানুল হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্চিনিয়ারিং-এর ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা, আয়োজনের প্রধান স্পন্সর মেঘনা গ্রুপ অব ইনডাস্ট্রিজ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন, প্রোগ্রামের হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু-র সেলস ও মার্কেটিং পরিচালক মো. নজরুল ইসলাম, ভি টিউটরের পক্ষে কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম এবং কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ১৩ থেকে ২২ বছর বয়সী সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ইউনিভার্সিটি রাউন্ড ১০ মে থেকে ২১ মে ২০২৫, জাতীয় রাউন্ড ২৩ মে এবং গালা রাউন্ড ২৪ মে অনুষ্ঠিত হবে।

ইউনিভার্সিটি রাউন্ড-এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আইইউবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ ২০ লাখ টাকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার- প্রথম স্থান ৮ হাজার ডলার, দ্বিতীয় স্থান ৪ হাজার ডলার এবং তৃতীয় স্থান ২ হাজার ডলার। এই আয়োজনে অংশ নিতে ৩০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ভিটিউটর (www.vTutor.org) এর ওয়েবাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

চ্যাম্পিয়নশিপ তারুণ্যের উৎসব-২০২৫ ভি-টিউটর মাইক্রোসফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর