Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লাস তৈরির উপাদান আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৮:৫৫

ঢাকা: দেশীয় গ্লাস উৎপাকারী শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে দেশে গ্লাস তৈরির বিভিন্ন উপাদান আমদানিতে সম্পূরক শুল্ক সম্পূর্ণরুপে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৭ মে) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গ্লাস তৈরির উপাদান ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট বেক পেইন্ট ও সিলিকন রিং এ থাকা সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

তবে এই সম্পূরক শুল্ক প্রত্যাহরে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

শুধুমাত্র স্থানীয় গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এই সম্পূরক প্রত্যাহারের সুবিধা পাবে ও আমদানিকারকদের ইন্ড্রাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্পায়েন্ট উৎপাদনকারী শিল্প হতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা সারাবাংলাকে জানান, গ্লাস তৈরির উপকরণ আমদানিতে কিছু ক্ষেত্রে ১০ শতাংশ ও কিছু ক্ষেত্রে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিলো। দেশীয় শিল্পকে উৎসাহিত করতে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর