Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকিনা-মহিপুর সড়কে বাস ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:৪৫

মানববন্ধন চলাকালীন সময়ে। ফুটেজ ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কাকিনা-মহিপুর রংপুর সড়কে বাস ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি।

বুধবার (৭ মে) দুপুরে কাকিনা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।

বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫৫ কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে সড়ক মানববন্ধন করেন তারা। সড়কে গণপরিবহন না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন, যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু বক্তব্য প্রদান করেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে কাকিনা সড়কে বাস ট্রাক চলাচলের দাবি জানান। তাদের দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘মানববন্ধনের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

কাকিনা-মহিপুর সড়ক বাস ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন