Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:৫০

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ।

নোয়াখালী: সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী জেলা জামে মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী সুপার মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেদ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান সহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবু মুসা বলেন, ‘ খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যেসব বিপ্লবীর রক্ত ও আত্মত্যাগে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজ তাদের হত্যাকারীদের বিচার চেয়ে ছাত্রসমাজকে আবারও রাজপথে নামতে হচ্ছে। ৫ই আগস্টের আগে যেসব ছাত্র সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাদের আজও সঠিক বিচার হয়নি। তারা আজও কারাগার থেকে মুক্তি পায়নি। আইন উপদেষ্টা আপনি যখন বলেন- অমুক দলকে নিষিদ্ধ করা যাবে না। মনে রাখবেন, ছাত্রসমাজ এখনও থেমে যায়নি, তারা এখনো প্রস্তুত।’

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবির সভাপতি, দাউদুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি নোয়াখালী জেলা দক্ষিণ, সাইফুর রসূল ফুহাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির