দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা
৭ মে ২০২৫ ২০:১২ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:১৪
নোয়াখালী: নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তামিম (১৯) নামের এক হাজতি বন্দী পালানোর চেষ্টা করেছে। পরে কারাকর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনঃরায় তাকে আটক করা হয়েছে। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুইজন কারারক্ষী আহত হয়েছেন।
বুধবার (৭ মে) দুপুরে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
আসামি তামিম জেলার সদর উপজেলার মনপুর এলাকার শেখ মজিবের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, গত ৬ মে মঙ্গলবার বিকেলে আদালত থেকে আসামি তামিমকে কারাগারে আনা হয়। এর আগে সুধারাম মডেল থানা থেকে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। কারাগারে আসার পর তাকে নতুন বন্দী হিসেবে আগমনী ওয়ার্ডে রাখা হয়েছিল।
বুধবার দুপুরে ওই ওয়ার্ড থেকে কারাগারের বাউন্ডারি দেয়ালে উঠে পড়েন বন্দী তামিম। এ সময় দেয়ালের ওপর দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সে। পরে বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুনঃরায় আটক করে। বর্তমানে তাকে কারাগারে রাখা হয়েছে।
নোয়াখালী কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন জানান, হাজতি বন্দী তামিম মানুষিক ভাবে অসুস্থ। পুনঃরায় আটকের পর সে আমাদের জানিয়েছে তার মা স্টোক করেছে সে তার মাকে দেখতে বের হওয়ার চেষ্টা করেছিল এবং মাকে দেখে সে আবার কারাগারে চলে আসতো। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এসডব্লিউ