প্রধান উপদেষ্টার বৈঠকে অংশ নিতে দেশে ফিরছেন বিএসইসি চেয়ারম্যান
৭ মে ২০২৫ ২০:৫৪ | আপডেট: ৮ মে ২০২৫ ০৯:৩৩
ঢাকা: দেশের পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আর এ বৈঠকে অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি‘র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার (৭ মে) বিএসইসি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, আগামী রোববার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠেয় ওই বৈঠকে অংশ নিতে সেদিন সকালেই দেশে ফিরবেন বিএসইসি’র চেয়ারম্যান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএসইসি চেয়ারম্যান’র আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। তবে বৈঠকে অংশ নিতে তিনি ৪ দিন আগেই দেশে ফিরবেন।
পুঁজিবাজার উন্নয়নে আগামী বাজেটে কী কী পদক্ষেপ নেওয়া যায়, বৈঠকে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।
জানা গেছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি‘র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অংশগ্রহণ করবেন।
গত মঙ্গলবার (৬ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ প্রদান করা হয়। নোটিশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
এর আগে, গত ৫ মে যুক্তরাষ্ট্র ও কাতার সফরে যান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পৃথক দুই দেশের দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ১১দিনের বিদেশ সফরে গেছেন। বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে বিদেশ যান বিএসইসি চেয়ারম্যান।
ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে গত ৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত এ সম্মেলন চলবে। এছাড়াও, কাতারে দোহাতে ১২ থেকে ১৫ মে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) ৫০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও যোগদান করবেন খন্দকার রাশেদ মাকসুদ।
সারাবাংলা/জিএস/আরএস