Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রবীন্দ্রনাথের গভীর জীবনবোধ মানুষের হৃদয়কে আন্দোলিত করে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ২২:১০ | আপডেট: ৮ মে ২০২৫ ০৯:৩৩

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, কবি, সংগীতশ্রষ্টা, কণ্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে।

বিজ্ঞাপন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তার বিশাল সাহিত্য সংস্কৃতির পরিমন্ডলে বাংলা ভাষাভাষীর মানসলোক নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলা ভাষাভাষীরা কবির জন্মদিবসটি পালন করে হৃদয় উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়।’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তার অনন্য সৃষ্টিতে একদিকে যেমন মানুষের মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর সব অচলায়তন ভেঙ্গে বিশ্বের অগ্রসর জাতিগুলোর কীর্তিময় অর্জনগুলোকে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আবার বাংলা বাংলাভাষীর জনগোষ্ঠীর অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্যের উপাদানগুলো এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সূর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন তার প্রতিভাদীপ্ত সৃষ্টিকর্মে।’

সারাবাংলা/এজেড/এইচআই

জন্মবার্ষিকী তারেক রহমান বিএনপি রবীন্দ্রনাথ ঠাকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর