ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় তাকে নিউমার্কেট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বুধবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী ও পথচারীরা মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।