২ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, সিলেটে বৃষ্টির সম্ভাবনা
৮ মে ২০২৫ ০৯:১২ | আপডেট: ৮ মে ২০২৫ ১৬:২৬
ঢাকা: সারাদেশে বুধবার যে তাপমাত্রার পারদ উঠেছিল তা কমে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপামাত্রা বাড়তে পারে এবং সেটা আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফর। সেইসঙ্গে দেশের সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবারও (৯ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।
শনিবার (১০ মে) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রোববার (১১ মে) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।
সারাবাংলা/জেআর/ইআ