Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ১০:০৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১২:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এএফপির খবরে বলা হয়, বুধবার (৭ মে) হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা এটি সমাধান করুক। আমি তাদের থামতে দেখতে চাই।’

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা পালটাপালটি হামলা চালাচ্ছে। আশা করি, তারা এখন থামবে। দুই দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমি চাই এই সংঘাত বন্ধ হোক।

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

গত মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এরপর পালটা হামলা চালায় পাকিস্তানও। পালটাপালটি এই হামলায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সারাবাংলা/ইআ

ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা সংঘাত বন্ধের আহ্বান