Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তেজনা কমান, মানুষের সুরক্ষায় পদক্ষেপ নিন: মালালা

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ১১:০৬ | আপডেট: ৮ মে ২০২৫ ১৫:২১

মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

তিনি বলেন, উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।

ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।

মালালা আরও লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।

পোস্টে মালালা আরও লিখেছেন, আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানে স্কুলে যাওয়ার কারণে তালেবানদের গুলিতে মাথায় আহত হন মালালা। পরে ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন, যা তাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ীতে পরিণত করে। বর্তমানে মালালা সপরিবার যুক্তরাজ্যেই বাস করছেন।

সারাবাংলা/ইআ

ভারত-পাকিস্তান সংঘাত মালালা ইউসুফজাই

বিজ্ঞাপন

এবার মুখ খুললেন অহনা
৮ মে ২০২৫ ১৫:৫২

আরো

সম্পর্কিত খবর