Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১১:২৮ | আপডেট: ৮ মে ২০২৫ ১১:৩৩

তেঁতুলিয়া মডেল থানা।

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্মার্টফোন কিনে না দেওয়ায় ইয়ামিন (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ী গুচ্ছগ্রামে ঘটনা ঘটে। সে আব্দুল হাকিম ও সকিনা বেগমের ছেলে।

স্থানীয়রা জানায়, ইয়ামিন কয়েকদিন ধরেই তার মায়ের কাছে স্মার্টফোন কিনে দিতে বায়না ধরে আসছিল। মা সকিনা বেগম পাথর শ্রমিক হওয়ার কারণে টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরে। কিন্তু হতদরিদ্র কিভাবে ফোন কিনে দিবেন সে চিন্তায় ছিলেন। মোবাইল কিনে দিতে না পারায় সন্ধ্যার সময় ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ইয়ামিনের মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ইয়ামিনের মা সকিনা বেগম জানান, ছেলে কিছুদিন ধরেই আমার কাছে টাচ (স্মার্টফোন) কিনে দিতে বায়না করছে। কিন্তু এই ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এতো টাকা কই পাবো। পাথরের কাজ করি। ঠিকমত খেতে পারি না। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দেই, দেখি বন্ধ। জানালা দিয়ে দেখি ঝুলছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সারাবাংলা/ইআ

পঞ্চগড়

বিজ্ঞাপন

এবার মুখ খুললেন অহনা
৮ মে ২০২৫ ১৫:৫২

আরো

সম্পর্কিত খবর