পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত-পাকিস্তানের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু
৮ মে ২০২৫ ১৩:০৯ | আপডেট: ৮ মে ২০২৫ ১৪:৫১
ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও আজাদ জম্মু কাশ্মীরে ব্যাপক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ) সরাসরি যোগাযোগ করেছেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের এনএসএ ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং ভারতের এনএসএ অজিত ডোভাল একে অপরের সঙ্গে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা হ্রাস করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। যদিও আলোচনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর বরাতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বুধবার (৭ মে) রাতে ভারত পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর পাকিস্তানও পালটা প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটি পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে।
জাতীয় নিরাপত্তা কমিটি আগেই ঘোষণা করেছিল, পাকিস্তান নিজের সময়, স্থান ও কৌশল অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় সংসদে ভাষণে ইঙ্গিত দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পক্ষেই অবস্থান নেবে পাকিস্তান।
পাকিস্তানি সূত্র জানায়, একটি তৃতীয় দেশ ভারতীয় হামলার আগেই ইসলামাবাদকে সতর্ক করেছিল। একই সূত্রে জানা যায়, ভারতও জানিয়েছে তারা উত্তেজনা বাড়াতে চায় না।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ মার্কো রুবিও দুই দেশের এনএসএ-র সঙ্গে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।
সারাবাংলা/এনজে