Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৪:০১

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক কিশোর হৃদয়কে (১৪) আটক করেছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে ঘটনাটি ঘটে। নিহত ফিরোজা খাতুন (৫২) কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শামসুলের স্ত্রী।

কার্পাসডাঙ্গা পুলিশ ইনচার্জ এমআই নিয়ামুল জানান, কার্পাসডাঙ্গা কলোনীপাড়ায় ফিরোজ খাতুন সকালে মতিয়ারের ইটভাটার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় মোটরসাইকেল চালক হৃদয় নিয়ন্ত্রণ হারিয়ে ফিরোজা খাতুনকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের কারোর কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর দাফনের জন্য দিয়ে দেয়া হবে বলে জানান পুলিশ ইনচার্জ।

সারাবাংলা/এনজে

নিহত মোটরসাইকেল ধাক্কা