Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালশীতে রাস্তা দখল করে অবৈধ দোকান গুঁড়িয়ে দিল ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৪:২৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১৬:২৮

কালশীর স্টিল ব্রিজসংলগ্ন সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

ঢাকা: রাজধানীর মিরপুরের কালশীতে রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশীর স্টিল ব্রিজসংলগ্ন সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটট জিয়াউর রহমান।

তিনি বলেন, জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে।

জিয়াউর রহমান বলেন, এখানকার রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হবে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে অভিযান চালানো হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালিত হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

কালশী ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর