Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ৮ মে ২০২৫ ১৬:২৮

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন ও লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউন।

ঢাকা: লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন তার পরিচয় তুলে ধরেছেন লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের কাছে।

বুধবার (৭ মে) লেবাননের রাষ্ট্রপতি ভবনে পরিচয় পত্র পেশ করেন তিনি।

পরিচয় পত্র প্রদান শেষে লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূত, লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন। লেবাননের রাষ্ট্রপতি লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ-উত্তর দূর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ জনগণের পক্ষ হতে পাঠানো মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়াও তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে এবং দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সরকার লেবানন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

ওই সময় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জনাব ইউসুফ রাজী লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লেবাননের রাষ্ট্রদূত