Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীর পুরান বাজারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৫:৫৮

আগুনে পুড়ে যাওয়া দোকান।

পটুয়াখালী: ভয়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালির পুরান বাজারে দুটি দোকান পুরে গেছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ব্যবসায়ী উত্তম দাসের কলম ও কসমেটিকস পণ্যের গোডাউন পুরোপুরি ভস্মীভূত হয় এবং খোকন সাহার মুদি মনোহরি ও কয়েলের গোডাউন আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

বিজ্ঞাপন

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোস্তফা মহাসিন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এনজে

অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণ পুরান বাজার