সিলেটে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৬:৩০
৮ মে ২০২৫ ১৬:৩০
সিলেট: সিলেটের ছাতক উপজেলায় বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে মাছ ধরার সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মুজিবুর রহমান উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানায়, মুজিবুর রহমান বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর