Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ১৬:২০ | আপডেট: ৮ মে ২০২৫ ১৬:৩৮

পাকিস্তানের ভূপাতিত করা ড্রোন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত ২৫টি ইসরায়েলি-উৎপাদিত হারপ ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া এসব ড্রোনকে ইলেকট্রনিক কাউন্টারমেজার (সফট-কিল) এবং প্রচলিত অস্ত্র ব্যবহারের (হার্ড-কিল) মাধ্যমে প্রতিহত করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে এই ড্রোনগুলো শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর একে ভারতের হতাশাজনিত ও আতঙ্কগ্রস্ত প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে, যা ৬ ও ৭ মে পাকিস্তানের পালটা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস এবং একাধিক সামরিক ঘাঁটি আঘাতপ্রাপ্ত হওয়ার পর ঘটেছে।

আইএসপিআর আরও জানায়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হচ্ছে। সংস্থাটির মতে, সাম্প্রতিক দিনগুলোতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপে কঠোর ও তাৎক্ষণিক জবাব দিচ্ছে এবং দেশকে রক্ষায় সর্বদা প্রস্তুত।’

এর আগে বৃহস্পতিবার (৮ মে) সকালে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, ৭ ও ৮ মে তারিখে ভারত বিভিন্ন স্থানে ড্রোন হামলার চেষ্টা করে। গত রাতে ভারত একাধিক স্থানে হারপ ড্রোন পাঠিয়ে আরেকটি নগ্ন সামরিক আগ্রাসনের চেষ্টা চালিয়েছে।

তিনি আরও জানান, লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, ছোর, মিয়ানো ও অ্যাটকে ড্রোনগুলো প্রতিহত করা হয়। লাহোরে ড্রোন হামলায় চারজন সেনাসদস্য আহত হন এবং সিন্ধুর মিয়ানো এলাকায় একজন বেসামরিক নাগরিক শহিদ হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আইএসপিআর ড্রোন পাকিস্তান ভারত ভূপাতিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর