Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিবাদের আগেই যারা আ.লীগ ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৬:৩১ | আপডেট: ৮ মে ২০২৫ ১৮:৩৬

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী।

ঢাকা: ফ্যাসিবাদের আগেই যারা আওয়ামী লীগ ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা বিএনপির যোগ দিতে পারবেন।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়ত অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদ রাজনীতি লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপির আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন।’

রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। বিএনপির টার্গেট ১ কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করা।

‘‘এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসন ছোঁবল নেই। এ কারণে অনেকেই বিএনপির সদস্য হওয়ার জন্য এগিয়ে আসবেন’’- বলেন রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর