Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থার জন্য উপাচার্যকে বাগছাসের স্মারকলিপি 

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৭:১২

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সুপেয় ঠান্ডা পানির ব্যাবস্থা করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের নিকট এ স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন

এ স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমানে চলমান গরমের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন গরমে ক্যাম্পাসে ঠান্ডা পানির প্রাপ্যতা একেবারে নেই। গরমের তীব্রতায় শিক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানির চাহিদা পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের প্রতিটা হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরিতে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করার তাগিদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের জানান, স্যারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই, সেই প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফিল্টারের ব্যবস্থা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।

তিনি আরও জানান, আমরা (বাগছাস) এরই মধ্যে ভিশন-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। উনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনা করেছি। উনারা আমাদেরকে দুই পক্ষের মধ্যকার বৈঠকের উদ্যোগ নিতে বলেছেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ভিশন থেকে আমরা জহু হল এবং লেদার ইনস্টিটিউটের জন্য ৭টি ফিল্টারের ব্যবস্থা করেছি। এই ফিল্টারের বিশেষত্ব হচ্ছে- একইসঙ্গে ঠান্ডা, গরম এবং নরমাল পানির ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনজে

উপাচার্য ঠান্ডা পানির ব্যবস্থা ঢা‌বি বাগছাস স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর