ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৭:০০
৮ মে ২০২৫ ১৭:০০
ময়মনসিংহ: ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮মে) সকাল ১১টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী ত্রিশালের মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। সে নগরীর পাটগুদাম এলাকায় বোনের বাড়িতে থাকতেন। তিনি রিকশাচালক ছিলেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর