Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৮ মে ২০২৫ ১৮:৩৬

বেলকুচি থানা

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন।

মৃতরা হলেন— উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আব্দুর কালাম (৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের এক জন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নেশা জাতীয় অ্যালকোহল কিনে পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলীকে মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, অ্যালকোহল পানে দুজনের মৃত্যুর পর হোমিওপ্যাথি দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মোজ্জাম্মেল হককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই

অ্যালকোহল অ্যালকোহল পান মৃত্যু মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর