নরসিংদীতে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গ্রেফতার ২
৮ মে ২০২৫ ১৭:২৯
নরসিংদী: নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মাইনুল ইসলাম ও হাসান প্রামানিক নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (৭ মে) বিকেলে উপজেলার চরসিন্দুর ব্রিজের টোলপ্লাজার পাশ থেকে এই বিপুল পরিমাণ পলিথিন ব্যাগসহ ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতার মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে এবং হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এইচআই