Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৭:৫৩

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ওয়াসিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে এ মামলা করেন।

গ্রেফতার ওয়াসিম মামলার ৮ নম্বর আসামি। তিনি একই উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শামসুল হকের ছেলে।

এর আগে, বুধবার (৭ মে) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় এলাকায় হত্যার ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) বিকেলে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ এর সঙ্গে কাশেমের আম গাছের ডাল কাটা নিয়ে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার (৭ মে) সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটু কাশেমসহ কয়েকজন কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর